ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ী এলাকা থেকে উজ্জল মিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রির আগুনে ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওন্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি আবদার গ্রামের ছাত্তার মিয়ার বাড়িতে ভাড়া থেকে আশপাশে রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহতের মা বেদেনা আক্তার জানান, গতকাল রাত ৮টার দিকে উজ্জল মিয়া রাজমিস্ত্রির মজুরির টাকা আনতে বাইরে যায়। পরে সারারাত বাড়িতে না ফেরায় তার স্বজনরা সকালে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পাওয়ার খবর পেয়ে তিনি গিয়ে তা শনাক্ত করেন।
ভালুকা থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আগুনে ঝলসে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা মরদেহ পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিহাব খান/আরএআর/এমএস