খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করেই ট্রাকচালক মো. দেলোয়ার হোসেনকে খুন করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত থাকায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ও ট্রাকের হেলপার মো.শাহীন আলম। অপর আরেক আসামি মনোরঞ্জন ত্রিপুরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমদ খান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, মূলত ইয়াবা ব্যবসার বিরোধ থেকে ট্রাকচালক মো. দেলোয়ার হোসেনকে খুন করা হয়। কক্সবাজার থেকে ইয়াবা এনে দেয়ার জন্য ট্রাক চালক দেলোয়ারকে ৫০ হাজার টাকা দেয় মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ও মনোরঞ্জন ত্রিপুরা। দীর্ঘদিনে সে ইয়াবার চালান এবং টাকা ফেরত না দেয়ায় শুক্রবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকের মধ্যে তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। হত্যাকাণ্ড ভিন্ন দিকে নেয়ার জন্য ট্রাকের কেবিনে মরদেহ রেখে বাহির থেকে আটকে দেয়া হয়।
প্রেস ব্রিফ্রিংয়ের সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার সকাল আটটার দিকে মাটিরাঙ্গা থানা থেকে দেড়শ গজ দূরে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের সামনে ট্রাকের কেবিন থেকে ট্রাক চালক মো.দেলোয়ার হোসেনের পেটকাটা মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মুজিবুর রহমান ভুইয়া/আরএ/এমএস