দেশজুড়ে

বেনাপোলে ৬ লাখ রুপিসহ গ্রেফতার ১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ লাখ ভারতীয় রুপিসহ আব্দুস সামাদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সীমান্তের গাতিপাড়া বিজিবি চেকপোস্টের সামনে থেকে রুপিসহ তাকে গ্রেফতার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গাতিপাড়া বিজিবি চেকপোস্টের সামনে থেকে একটি ইজিবাইক তল্লাশি করে ভারত থেকে চোরাই পথে আনা নগদ ছয় লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামাদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আব্দুস সামাদ বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

মো. জামাল হোসেন/আরএ/এমএস