সিঙ্গাপুরের সেরাঙ্গুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মিনিমার্ট সংলগ্ন ডেস্কার রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠন এ আয়োজন করে।
তরিকুল ইসলাম বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে যান।
পরিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস, হার্ট ও শ্বাসকষ্টে ভুগছেন। মাস ছয়েক আগে শারীরিক অবস্থার অবনতির পর থেকে তার কিডনি ডায়ালাইসিস করা লাগে, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
ইফতারের পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের, স্থানীয় নেতা পারভেজ জাহান রিপন, যুবদলের সভাপতি আশরাফুল খান রবিন, জহিরুল ইসলাম জহির, এস এম রুবেল পারভেজ প্রমুখ। উপস্থাপনা করেন পলাশ মাহমুদ, দোয়া পরিচালনা করেন মোহাম্মদ কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী কবি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল।
তারা অসুস্থ তরিকুল ইসলামের আশু রোগ মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। সেই সঙ্গে বর্তমানে কারাবন্দী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জেল থেকে নিঃশর্ত মুক্তির জন্য দোয়া করেন।
এমএমজেড/আরআইপি