দেশজুড়ে

মাকে দেখে ঘরে ফেরা হলো না জাহিদুলের

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় জাহিদুল ইসলাম (২৪) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বনপাড়া-নাটোর মহাসড়কের আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরোইল পূর্বপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে ও বনপাড়া কলেজ-২ এর ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদুল আহম্মেদপুর এলাকায় কবিরাজের বাড়িতে তার মাকে দেখে সাইকেলযোগে তিরোইলে নিজ বাড়িতে ফিরছিলেন। আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগামীর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর