জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রাম থেকে নাজনীন আক্তার (৩০) নামে এক মাদক বিক্রেতাকে ১৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক নাজনীন আক্তার উপজেলার মঠপাড়া গ্রামের মানিক মন্ডলের স্ত্রী।
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানন, নাজনীন আনেক আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঠপাড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
রাশেদুজ্জামান/এফএ/এমএস