দেশজুড়ে

সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু হয় না : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু হয় না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন। তার প্রমাণ তিনি দিয়ে গেছেন বুকের তাজা রক্ত দিয়ে। আর তার রেখে যাওয়া লক্ষ লক্ষ ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে তার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করে চলেছেন তার প্রিয় ছোট ভাই বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

শহীদ মমতাজ উদ্দিনের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বুধবার গোপালপুর সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশন ও লালপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব বলেন।

একই সভায় লালপুর-বাগাতিপাড়া উপজেলায় ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শত ৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মমতাজ উদ্দিনের শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদ মমতাজ উদ্দিন স্মরণসৌধ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা আওয়ামী লীগ ও শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাতে লালপুর উপজেলার নেঙ্গপাড়া-দাইড়পাড়া নামক স্থানে দুষ্কৃতকারীরা মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম