দেশজুড়ে

লামায় ৩ ইটভাটা মালিককে জরিমানা

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় তিন ইটভাটা মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় ভাটার মালিক মো. আবুল খায়েরকে ৫০ হাজার টাকা, ইয়াছির আরাফাতকে ৩০ হাজার ও গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ফাইতং, ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ইট তৈরির কাঁচামাল হিসেবে পাহাড় কেটে মাটি সংগ্রহ করেছিল ভাটার মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি‘র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সৈকত দাশ/এএম/জেআইএম