কলেজ অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেত্রী শাহিন সুলতানা ফেন্সি খুনের ঘটনায় চাঁদপুরে অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার প্রধান আসামি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামির ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ উল্লেখিত রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু আদেশের কপি তিনি এখনও হাতে পাননি। আদেশের কপি হাতে পেলেই রিমান্ড কার্যক্রম শুরু করবেন। বর্তমানে উভয় আসামি জেলা কারাগারে রয়েছেন।
ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি