দেশজুড়ে

বান্দরবানে ইসলামী ছাত্রী সংস্থার নারী কর্মীসহ আটক ৬

নাশকতার পরিকল্পনার অভিযোগে বান্দরবানে ইসলামী ছাত্রী সংস্থার ৫ নারী কর্মী ও একটি বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে বান্দরবান আল ফারুক ইনস্টিটিউটের একটি কক্ষে গোপন সভা করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন সভা থেকে পালিয়ে যায়।

আটকরা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের বিবি খাতিজা (২৪), চাঁদগাও থানার ওয়াদ্দা বেগম (১৮), বান্দরবান ফায়ার সার্ভিস এলাকার তাহমিনা সুলতানা (১৮), বালাঘাটা ১ নং ওয়ার্ডের নাইমা ফারজানা (১৮) এবং মেম্বার পাড়ার শামিমা আক্তার (১৯)। এছাড়া বান্দরবান কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ধোপা পুকুর পাড় এলাকা থেকে ওই বিদ্যালয়ের দপ্তরি আবদুল মালেককে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনার জন্য তারা সবাই বিকেলে আল ফারুক ইনিস্টিটিউটের একটি কক্ষে জড়ো হয়ে সভা করছিল। সভায় উপস্থিত ছিলেন নারী-পুরুষসহ আটজন। গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে দুইজন পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থেকে নাশকতা হামলার গোপনীয় কাগজ এবং ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, নাশকতার পরিকল্পনায় তারা সভা করছিল। আটক নারীরা সবাই শিবিরের ইউনিট ইসলামী ছাত্রী সংস্থার কর্মী। তারা কোথায় নাশকতা চালানোর পরিকল্পনা করছিল সেটি জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে।

সৈকত দাশ/এএম/আরআইপি