কুড়িগ্রামে পুলিশের মাদক ও ব্লক রেইড অভিযানে রিভলভারসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একই পরিবারের ৩ জন সদস্যকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে পুলিশ সুপার মো. মেহেদুল করিম তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানান।
তিনি জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬৫১ পিস ইয়াবা, সাড়ে ৪ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল, রিভলভার, গুলি, চাপাতি ও পাইপ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদকে ১৩ জন, জুয়া ১০, অস্ত্র মামলায় ২ এবং অন্যান্য মামলায় ২১ জনসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া গ্রেফতারদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন- উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকার নজরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (৩১) ও তার মা নুরনাহার বেগম এবং বোন নাসরিন বেগম। পরে নুরনাহার বেগমের দেয়া তথ্য মতে জনৈক আবুল মাস্টারের বাড়ির দক্ষিণ পাশে কবরস্থানে মাটিতে পুতে রাখা রিভলভার ও চাকু উদ্ধার করে। গ্রেফতার ৪৬ জনের মধ্যে ৪ জন নারী রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মেহেদুল করিম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৮ মে থেকে ১১ জুন পর্যন্ত মাদকে মামলা হয়েছে ১৬৪টি, আসামি ১৮৪ জন। এ ছাড়া উদ্ধার হয়েছে ৪১ কেজি ৪৫৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৩১৭ পিস ইয়াবা, ১৯৫ বোতল ফেনসিডিল, ৩৪ বোতল বিদেশি মদ, ২২ দশমিক ১৬ গ্রাম হেরোইন।
মো. নাজমুল হোসেন/আরএ/এমএস