গণমাধ্যম

চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ২০১৮ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মফিজুর রহমান।

সাংবাদিক মফিজুর রহমান বাবুর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান আলোচক ছিলেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম।

ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাংবাদিক মিজান মালিক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অতিথিদের বক্তব্যের পর মোনাজাত এবং ইফতার বিতরণের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ।

এসএইচএস/এমএমএস/এমএস/এমএস