দেশজুড়ে

বান্দরবানে এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা

ভারী বর্ষণে বাজালিয়া এলাকায় সড়কে এখনও পানি থাকায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, বুধবার সকাল থেকে সড়কে এখনও হাঁটুপানি আছে। ফলে কিছু গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলেও অধিকাংশ গাড়িই বান্দরবান শহরে আটকে আছে।

স্থানীয়রা জানিয়েছেন, লামা উপজেলাসহ বান্দরবানের ৭ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লামা উপজেলার পানিবন্দি থাকা বাসা-বাড়ি থেকে এরইমধ্যে পানি নেমে গেছে। এতে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা।

এদিকে বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের সরে আসার জন্য জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও তাদের থাকার জন্য এরইমধ্যে সাইক্লোন শেল্টারসহ ১০টি স্কুল খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সৈকত দাশ/এফএ/এমএস