নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিক, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুরে সাংবাদিক নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংবাদিক নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ, সাংবাদিক খান চমন-ই-এলাহী, মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন প্রমুখ বক্তব্য রাখেন। এসএম হুমায়ুন কবীর/এসএস/এমআরআই