পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাসাদুল ইসলাম হীরাকে বিস্ফোরক আইনে চাটমোহর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পাবনার জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চাটমোহর থানায় গত ৮ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান হীরাসহ ২২ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য বহন ও আতঙ্ক সৃষ্টির অপরাধে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘদিন পালাতক থাকার পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান হীরা ওই মামলায় পাবনা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।এ সময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবাহান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাকে পাবনা কারাগারে পাঠান। একে জামান/এসএস/পিআর