সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিকভাবে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, রিয়াজুল ইসলামের শ্বশুরবাড়ি ফরিদপুরে। ঈদের ছুটিতে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রিকশায় উঠতে গেলে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জ্বল মৈত্র জানান, ওসি রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত ১৯ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেছিলেন।
আরএ/এমএস