দেশজুড়ে

লামায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে ডুবে সাবিহা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নদীর মোক্তার সর্দার পাড়া ঘাটে এ ঘটনা ঘটে। সাবিহা বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার বাসিন্দা ইস্কান্দারের মেয়ে।

স্থানীয়রা জানান, মাতামুহুরী নদীর মোক্তার সর্দার ঘাটে বুধবার দুপুর ২টার দিকে গোসল করতে যায় সাবিহা। এ সময় সে পানিতে নামলে স্রোতের টানে ডুবে যায়। পরে নদীর পানি থেকে স্থানীয়দের সহযোগিতায় সাবিহার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমআরএম