পটুয়াখালীর সদর রোডে ব্যাটারিচালিত ইজি বাইকের (অটোরিকশা) চাপায় শুভজিৎ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক ও ঘাতক চালক ফরহাদ আহমেদকে (২৫) আটক করেছে পুুলিশ। সোমবার বিকেলে থানা মসজিদ সংলগ্ন সদর রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত শুভজিৎ শহরের কাঠমহলের ব্যবসায়ী সচীন মিস্ত্রীর ছেলে। তাদের বাড়ি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকায়।পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, শুভজিৎ কাঠমহলে তার বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুত গতিতে চালিয়ে আসা একটি ইজিবাইক শুভজিৎকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইক ও চালককে আটক করা হয়েছে। সাইফ আমীন/এমজেড/এমআরআই