ফরিদপুরে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।
এ সময় ১৯৬ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার দুপুর থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলার ৯ উপজেলায় অভিযানে আটকদের মধ্যে মাদক মামলায় ছয় জন, মাদক সেবনকারী পাঁচ জন, নিয়মিত মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৩ জন। বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রুজু হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, রোববার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এফএ/আরআইপি