নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের একটি পুকুর থেকে মো. সামছুদ্দিন সৃজন (১৯) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৃজন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি ফেনী জেলার মহিপাল এলাকার মো. ইমাম উদ্দিন সবুজের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে ৪-৫ জন সহপাঠীসহ ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নামেন সৃজন। এ সময় তিনি ডুব দিয়ে ৩-৪ মিনিট অতিবাহিত হলেও ওঠে না আসায় সহপাঠীরা তার খোঁজ শুরু করেন। পরে না পেয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত মাইজদী দমকল বাহিনী ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সৃজনকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোবিপ্রবির প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএআর/পিআর