চাঁদপুরের হাইমচরে সিএনজি চালক সোহেল খান হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেয়। সোহেল খান ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের আলম খানের ছেলে।
সাজাপ্রাপ্তরা হলেন- হাইমচর উপজেলার আকতার হোসেন, অলিউর রহমান এবং রাসেল ওরফে আব্দুর রহমান। তারা বর্তমানে পলাতক রয়েছে।
মামলার অভিযোগ, ২০১৩ সালের ১৭ এপ্রিল চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে সিএনজি চালক সোহেল খানের মরদেহ পেটকাটা অবস্থায় অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই আদ্দুল হালিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মরদেহের ছবি দেখে নিহতের বাবা আলম খান সন্তানের পরিচয় শনাক্ত করেন এবং একই বছরের ৭ সেপ্টেম্বর পুলিশ হত্যা মামলা রুজু করে। পুলিশ বিষয়টি তদন্ত করে ৩ জনকে আটক করে এবং আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় দেন।
ইকরাম চৌধুরী/এফএ/আরএ/জেআইএম