লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল জলিল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার গাওচুলকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল জলিল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান অন্য জেলায় পাচারের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওচুলকা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পরে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আব্দুল জলিলের ডান পায়ে গুলি লাগে।
এ সময় ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জলিলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এছাড়াও এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ও কনস্টেবল সত্যজিৎ রায় আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিউল হাসান/আরএআর/পিআর