মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের একটি পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে চার যুবক হরিণটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, সকালে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য আসলে হরিণটি পুকুরের কাদা ও পানিতে আটকে যায়। এ সময় আমি, মিন্টু মৃধা, নন্দলাল হাজরা ও সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করি। এ সময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়া হয়। খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করেন।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মায়া হরিণটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষক ও সেবক তানিয়া খান জাগো নিউজকে জানান, লাউয়াছড়ায় প্রাণিদের তীব্র খাদ্য সংকট থাকায় বারবার তারা লোকালয়ে যাচ্ছে। লাউয়াছড়াকে ধ্বংসের হাত থেকে না বাঁচাতে পারলে প্রাণিকূল হারিয়ে যাবে।
রিপন দে/আরএআর/পিআর