দেশজুড়ে

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নাটোরে নিজের কাছে হেরোইন রাখার দায়ে নুরুল ইসলাম (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মঘাটা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি বড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় একটি বাসে তল্লাশি চালায় নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ সময় ১০০ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আমিনুল কবির বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের পর নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

রেজাউল করিম রেজা/এএম/এমএস