দেশজুড়ে

মৌলভীবাজারে বন্যার স্থায়ী সমাধান দাবি

মৌলভীবাজারের মনু ও ধলাই নদ খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যার স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে রাজনীতিক, আইনজীবী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার মনু ও ধলাই পাড়ের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে মনু ও ধলাই নদ খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়াও জেলার অন্যান্য নদ-নদী ও হাওরের ভরাট বিলসমূহ খননের জোড় দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচি পালন শেষে মৌলভীবাজার জেলা প্রসাশক বরাবর স্মাকলিপি পেশ করা হয়।

এই আন্দোলনের সমন্বয়কারীদের একজন আব্দুর রব। তিনি জাগো নিউজকে জানান, নিজের দায়িত্ববোধ থেকে আমরা এই কর্মসূচি দিয়েছি। আমাদের জেলা আমাদের, শহরকে নিরাপদ রাখতে সরকারের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করছি।

রিপন দে/আরএআর/এমএস