দেশজুড়ে

নড়াইলে ৩ পরিবারে চলছে শোকের মাতম

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের বাড়ি নড়াইলে। তিনজনের মৃত্যুর খবরে তিন পরিবারে চলছে শোকের মাতম।

গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে বাস দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হন। এর মধ্যে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ইসরাফিল শেখ (৩৫), লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সৈয়দ হোসেন আলী (৩৩) ও নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩০) রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ইসরাফিল শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী সুলতানা বেগম আহাজারি করছেন। তাকে সান্তনা দিচ্ছেন স্বজনরা। ছেলে সাজ্জাদ জানায়, তার বাবা প্রায় ১৪ মাস আগে সৌদি আরবে যান। তবে ভালো কোনো কাজ না পেয়ে কষ্টে ছিলেন। এজন্য তাদের ঘাড়ে ঋণের বোঝা।

নিহত ইসরাফিলের ভাই মহসিন শেখ বলেন, ভাইয়ের মরদেহ দ্রুত দেশে পৌঁছানোর পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের দাবি করছি।

এদিকে নিহত সৈয়দ হোসেন আলী ও মনিরুল ইসলামের বাড়িতেও চলছে শোকের মাতম।

হাফিজুল নিলু/আরএআর/পিআর