দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে আটক ১২

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটকদের মধ্যে মাদক ও ছিনতাইসহ নিয়মিত বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

আজ (মঙ্গলবার) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আজিজুল সঞ্চয়/বিএ