পাবনাবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত জনগণের কাছে নৌকায় ভোট চেয়ে হাত তুলে ওয়াদা চান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত জনগণ হাত তুলে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। আপনারা নৌকায় ভোট দিলে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রত্যেকটা গ্রামে নগর-শহরের সুবিধা দেব। গ্রামেই শহরের সুযোগ-সুবিধা পাবে জনগণ।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ চায় মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন। আমাদের কাছে চাইতে হয় না। আমরা জানি কীভাবে উন্নয়ন করতে হয়।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ডিজিটাল বোতাম চেপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি। এরপর বিকেল ৩টায় পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
আরএআর/জেআইএম