মাগুরায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মাগুরা সদর উপজেলার বড় শলই গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো বড় শলই গ্রামের পুলিশ সদস্য বিপ্লব হোসেনের মেয়ে সিনথিয়া (৩) ও মুরাদ বিশ্বাসের ছেলে সান (৩)। শনিবার দুপুরে সদরের লস্কারপুর থেকে মা রনি খাতুনের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সান।
সিনথিয়ার বাবা বিপ্লব হোসেন জাগো নিউজকে জানান, ফুফাতো ভাই সান বেড়াতে এলে বিকেল ৪টার দিকে একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায় সিনথিয়া। কিছুক্ষণ পর থেকে তাদের কোথায় খুঁজে পাওয়া যায় না।
অনেক খোঁজাখুঁজির পর শনিবার রাতে তাদের মরদেহ বাড়ির অদূরে কলইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের পানিতে ভেসে থাকতে থেকে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করে।
আজ (রোববার) নিহতদের দাফনকার্য সম্পন্ন হবে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের বাতাস বইছে।
মো. আরাফাত হোসেন/বিএ/এমএস