দেশজুড়ে

হার্ডিঞ্জ ব্রিজের নিচে যুবকের মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীর তীরে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিয়মানুযায়ী মরদেহটি পাবনা মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হবে। এরপর এটি হত্যাকাণ্ড কি-না বোঝা যাবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর