দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালককে মারধর

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চালক আলিম হোসেনকে মারধর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার সাকির আহমেদ জানান, দুপুরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন যুবক ওঠে। তারা ইঞ্জিনে উঠতে গেলে চালক বাধা দেন। এর জের ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থামার পর ওই যুবকরা চালককে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম