পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শাবনুর আক্তার নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পূর্ব জালাসীপাড়ায় ঘটনাটি ঘটে। মৃত তরুণী ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হয় শাবনুর। ফলাফল জানার পর সে শোবার ঘরে গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত বছরেও সে একই বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার সে শুধুমাত্র ইংরেজি বিষয়েই পরীক্ষা দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তৌহিদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণী মারা যায়।
শাবনুরের বাবা রফিকুল ইসলাম বলেন, তাকে কোনো বকাঝকা করা হয়নি। পরীক্ষার ফলাফল শুনে মানসিকভাবে ভেঙে পড়ে শাবনুর। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার পরীক্ষায় অকৃতকার্য হয়ে ওই তরুণীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এএম/পিআর