দেশজুড়ে

এইচএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে অর্পিতা বিশ্বাস নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত অর্পিতা রাজবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুলাল বিশ্বাসের মেয়ে। সে ফরিদপুর ইয়াছিন কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর অকৃতকার্য হয়েছে শুনে অর্পিতা সবার চোখের অড়ালে গলায় ফাঁস দেয়। পড়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সরোয়ার জোহেব জানান, হাসপাতালে আনার পূর্বেই অর্পিতা মারা গেছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর