দেশজুড়ে

কুমার নদে গলিত মরদেহ

মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, মরদেহটি সম্পূর্ণভাবে পচে গলে গেছে। শুধুমাত্র মরদেহটির শরীরে একটি জিন্সের প্যান্ট রয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটির পরিচয় নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০-১৫ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মোর্শেদ।

নাসিরুল হক/এফএ/এমএস