ঈশ্বরদীর যুবলীগ কর্মী আরিফুল ইসলাম হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সকালে পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর সেচ্ছায় হাজির হয়ে জামিনে আবেদন করলে ওই আদালতের বিচারক আবু বাছের বুল মিয়া তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
মামলার অভিযোগ, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম ওরফে গুলি আলমকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। ২১ আগস্ট ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম মারা যায়। এ ঘটনায় আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রাজিব সরকার অন্যতম আসামি।
নিহত আরিফুল ইসলাম আলম শহরের মধ্য অরণকোলা (আলহাজ ক্যাম্প) এলাকার মৃত সৈয়দ আলীর একমাত্র ছেলে।
আলাউদ্দিন আহমেদ/আরএ/আরআইপি