দেশজুড়ে

সিংড়া পৌর বিএনপির সভাপতি কারাগারে

হরতাল অবরোধের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে নাটোর জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সুলতান মাহমুদ জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে সরকার বিরোধী হরতাল ও অবরোধ চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারপিটের ঘটনা ঘটে। পরে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ায় ও মারধরের অভিযোগে দাউদার মাহমুদকে হুকুমের আসামি করে মোট ২৮ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রেজাউল করিম রেজা/আরএ/আরআইপি