মুন্সীগঞ্জ শহরের হাট লক্ষীগঞ্জ এলাকায় লঞ্চ টার্মিনালের পন্টুলের ফাঁকে পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। ডুবুরি না থাকায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রেখে রোববার সকালে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিখোঁজ বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম পরিচয় কেউ জানাতে পারেনি। তিনি দিনে ভিক্ষা করে রাতে লঞ্চঘাটেই ঘুমাতেন।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মাহাবুব আলম সুমন বলেন, আমরা ঘাটের ডেকে ছিলাম হঠাৎ কিছু পড়ার শব্দ পাই। দুই পন্টুলের ফাঁকে একজন নাকি পড়ে গেছে বলে জানায় দুই কিশোর। আমরা প্রথমে খোঁজার চেষ্টা করেছি। পরে পুলিশ আর ফয়ার সার্ভিসকে খবর দেই।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত আলী জানান, আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করেছি। আমাদের ডুবুরি নেই তাই রাতে আর কিছু করতে পারিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস