দেশজুড়ে

পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হ্যাপি (৫) ও তানহা (৬) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হ্যাপি ওই গ্রামের মো. সালাউদ্দিনের মেয়ে ও তানহা একই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর