স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়েরকৃত মানহানি মামলার জামিন শুনানির আদেশের দিন আগামী ৫ আগস্ট ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
এর আগে গত ২৯ জুলাই খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করলে বিচারক ২ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
এ সময় রাষ্ট্রপক্ষে নড়াইল জজকোর্টের পিপি অ্যাড. এমদাদুল ইসলাম এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, অ্যাড. ইকবাল হোসেন সিকদারসহ স্থানীয় বিএনপির একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি