দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সদ্য প্রয়াত সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন পুরোপুরি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক ছিলেন। সততা, নৈতিকতার সঙ্গে সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সব সময় দায়িত্ব পালন করেছেন।
মোয়াজ্জেম হোসেনের স্মরণে তারই প্রতিষ্ঠিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ইআরএফ দেশের অর্থনৈতিক সাংবাদিকদের একমাত্র সংগঠন। দুই যুগ আগে মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজনের উদ্যোগেই এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। তিনিই ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। শনিবার রাজধানীর নয়া পল্টনে ইআরএফের নিজস্ব কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ইআরএফের সদস্য এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেনের সহকর্মীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে মোয়াজ্জেম হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
শুরুতে মোয়াজ্জেম হোসেন ইআরএফ ও অর্থনৈতিক সাংবাদিকতা নিয়ে কি ভাবতেন তার ওপরে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সাবেক সভাপতি জাকারিয়া কাজল।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ২৫ বছর আগে অনেকটা জোর করে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মোয়াজ্জেম হোসেন। মাত্র ৫০ লাখ টাকা তাকে দেয়া হয়েছিল, তাও দুই দফায়। শুরুতে আমাদের আগ্রহ ছিল না, কিন্তু তার পীড়াপিড়িতে আমরা রাজি হয়েছিলাম। বেহরুজ ইস্পাহানি, মঞ্জুর এলাহীসহ আরও কয়েকজনের থেকে টাকা নিয়ে শুরু করা হয়।
এখন প্রায় ৪০ জন শেয়ারহোল্ডার। বাংলাদেশে একটি পত্রিকা নিজেরা চলে, আবার শেয়ারহোল্ডারদের লাভ দিচ্ছে। এর দাবিদার মোয়াজ্জেম। এটা সম্ভব হয়েছে তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব, সততার কারণে। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন ছিলেন সব ভালো গুণের অধিকারী।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এই যুগে সৎ থাকা সত্যিই কঠিন কাজ। কিন্তু মোয়াজ্জেম হোসেন সততার সঙ্গে জীবন পার করে গেছেন।
অন্যান্য বক্তারা বলেন, মোয়াজ্জেম হোসেন সব অবস্থায় নিজের স্বার্থ ত্যাগ করে প্রতিষ্ঠান দাঁড় করানোর কাজ করেছেন। তিনি দরিদ্র মানুষদের কিভাবে দারিদ্র্যমুক্ত করা যায় তার লেখনীর মাধ্যমে সরকারকে পরামর্শ দিয়েছেন। অর্থ, কৃতি, স্বচ্ছলতা তাকে তাড়িত করেনি। তার ভেতরে মানুষের কল্যাণের অন্যরকম তাড়না ছিল।
স্মরণ সভায় বক্তব্য রাখেন- ইআরএফের সদ্য এরশাদ মজুমদার, বদিউল আলম, কামরুল ইসলাম চৌধুরী, কাশেম হুমায়ন, সাজ্জাদুর রহমান, সাজ্জাদ আলম খান তপু, আশিকুন নবী চৌধুরী ও ফারুক আহমেদ। এছাড়া ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টার মোফাজ্জল হোসেন ও আরাফাত আরা তার স্মৃতিচারণ করেন।
স্মরণ সভায় কয়েকজন মোয়াজ্জেম হোসেনের নামে ইআরএফ অ্যাওয়ার্ড বা ফেলোশিপ চালু করার প্রস্তাব করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম।
গত ১ আগস্ট মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। গত ২৫ বছর ধরে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি দেশের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। সব মিলিয়ে সাংবাদিকতায় তিনি চার দশক পার করেছেন।
এমএ/এমআরএম/জেআইএম