মৌলভীবাজারের কমলগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার গফুর মিয়া (৪৫) নামে এক বখাটের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্কুলগামী মেয়েদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল গফুর মিয়া। তার কারণে ইতোমধ্যে অনেক ছাত্রী লেখাপড়া ছেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের ছরকুম আলীর ছেলে বখাটে গফুর মিয়ার যন্ত্রণায় অনেক মেধাবী ছাত্রী স্কুলে আসতে পারে না। দীর্ঘদিন যাবত সে স্কুলে আসার পথে মেয়েদের লাঞ্ছিত করতো। গায়ে হাত দেয়ার মতো জঘন্য স্বভাবও ছিল তার।
শনিবার কমলগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে শ্লীলতাহানির চেষ্টা করে গফুর। স্কুলে এসে মেয়েটি প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করে। প্রধান শিক্ষক বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে গফুরকে আটক করে স্কুলে নিয়ে আসেন। এ সময় গফুর মিয়া বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে আর এমন করবে না বলে ক্ষমা চায়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৩৫৪ ধারায় গফুর মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক জাগো নিউজকে বলেন, স্কুলগামী মেয়েদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল বখাটে গফুর মিয়া। সে মেয়েদের অপেক্ষায় রাস্তায় বসে থাকতো। সুযোগ পেলেই জড়িয়ে ধরতো, কখনো গায়ে হাত দিতো।
রিপন দে/আরএআর/আরআইপি