দেশজুড়ে

নড়াইলে সড়কের পাশে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

নড়াইলের সিতারামপুর এলাকায় নড়াইল-যশোর সড়কের রাস্তার পাশে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরিকুল যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নড়াইল-যশোর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি তরিকুলের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এফএ/পিআর