দেশজুড়ে

মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কলেজ ছাত্রের মোটরসাইকেল চাপায় আব্দুল গফুর (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত গফুর উপজেলার আবদার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিন কলেজ ছাত্র পুলিশের হেফাজতে রয়েছে। তারা হলেন- উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের লিটন মিয়ার ছেলে সাগর মিয়া (২০), মৃত আব্দুল সোবহানের ছেলে বিল্লাল হোসেন (১৮), শফিকুল ইসলামের ছেলে সাইদ আল মুবিদ (১৯)।

বুধবার দুপুর ১২টার দিকে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা জানান, আব্দুল গফুর মিয়া জৈনাবাজার-কাওরাইদ সড়কের এইচবিএস অ্যাপারেলস্ কারখানা সামনের রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়। এ দিকে এ ঘটনার চালকসহ তিন মোটরসাইকেল আরোহী সাগর মিয়া, বিল্লাল হোসেন ও সাইদ আল মুবিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে সাগর মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা সবাই একই কলেজের শিক্ষার্থী।

অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শিহাব খান/আরএ/এমএস