চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম জাফর আলি। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ার মৃত আক্কাছ আলির ছেলে। আহত সুপারভাইজার শ্রী সুজন চন্দ্র সাহা সদর উপজেলার গ্রীসনগর গ্রামের বিমল চন্দ্র সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চুয়াডাঙ্গা থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে দশমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার ও সুপারভাইজার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপার জাফরকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি (অপারেশন) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/জেআইএম