আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৩তম শাহাদাত বার্ষিকী 'পালন' নয় বরং 'উদযাপন' করবে মাগুরা জেলা প্রশাসন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের মুদ্রিত চিঠিতে 'উদযাপন' শব্দটি ব্যবহার করা হয়েছে। যে চিঠি মাগুরা জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের অফিস প্রধান, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে সরবরাহ করা হয়েছে।
শোক দিবস কিভাবে 'উদযাপন' করা হয় এমন প্রশ্নের জবাবে মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিকাশ রায় জাগো নিউজকে বলেন, শব্দ প্রয়োগে সচেতনতার অভাবে এ ধরনের ভুল-ত্রুটি হয়ে থাকে। তবে জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের চিঠিতেও এমন ভুল মেনে নেয়ার মতো নয়।
এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জাতির জনকের শাহাদাত বার্ষিকী 'পালন' না করে 'উদযাপন' করার মতো ভুল মাগুরার সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আরাফাত হোসেন/এফএ/জেআইএম