ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পাস ৭২.২৫ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার পাসের হার ৭২.২৫ শতাংশ। পরীক্ষায় ৩১টি বিষয়ে সারাদেশে ১৪৪টি কলেজের এক লাখ ৬৬ হাজার ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ৩১ জন উত্তীর্ণ হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফলের বিস্তারিত সন্ধ্যা ৭টার দিকে যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে NU<space>MF<space> Roll লিখে 16222 নম্বরে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/ www.nubd.info) থেকে জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/আরএ/আরআইপি