অর্থনীতি

সতর্কপত্র পাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ

নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে না পারায় ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিডেটকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি জানিয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৫ সালের ৩০ জুন এবং ২০১৬ সালের ৩০ জুন হিসাব-বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে জমা দিতে পারেনি। একই সঙ্গে ২০১৬ সালের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্ব), অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর) এবং তৃতীয় প্রান্তিকের (২০১৭ সালের জানুয়ারি-মার্চ) হিসাববিবরণী নির্ধারিত সময়ে বিএসইসিতে জমা দেয়নি। এর মাধ্যমে কোম্পানিটি ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর জারি করা বিএসইসির নোটিফিকেশন লঙ্ঘন করেছে। এ কারণে ইউনাইটেড এয়ারওয়েজকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এমএএস/এমএআর/পিআর