দেশজুড়ে

সরকার ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের নিরাপত্তায় ২৪ ঘণ্টা কাজ করছে। সরকার মাদক, সন্ত্রাস, দারিদ্রতা ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ৪৩ শতাংশ থেকে সরকার দারিদ্র্য ২২ শতাংশে নামাতে সক্ষম হয়েছে। তিন কোটি দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তার আওতায় এসেছে। বিগত দিনে মানুষ নিরাপত্তাহীনতায় ছিল। দিনে দুপুরে সর্বহারা ও জেএমবির হাতে মানুষ জিম্মি ছিল। সেই সর্বহারা ও জেএমবিদের সরকার মূলোৎপাটন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা সমাজসেবা কার্যলয়ে সিংড়া পৌরসভার বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধী ভাতা প্রদান ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদক প্রতিরোধ বিষয়ক কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ৭৫ এর দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করে ন্যায়ের শাসনকে হত্যা করেছে, তাদের দ্বারা মানুষ শোষিত হয়েছে। নির্যাতিত হয়েছে। বিএনপি জোট সরকারের সময় দেশে উন্নয়নের নামে লুৎপাটের রাজনীতির খেলা চলেছে। দেশের মানুষ নিরাপদ ছিল না, তারা সুযোগ পেলে আবার মানুষকে পুঁড়িয়ে মারবে। এখনও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে তারা মরিয়া হয়ে আছে। তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। ৩৭ বছরে পিছিয়ে পড়া চলনবিলকে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রতিটা ভোট মূল্যবান, আপনার সিদ্ধান্ত উন্নয়নের পক্ষে না জঙ্গিবাদের পক্ষে। সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আগামী দিনে সকল অপপ্রচারকে প্রতিহত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল কুমারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান প্রমূখ।

রেজাউল করিম রেজা/আরএ/পিআর