দেশজুড়ে

৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঈদের আগে আগস্ট মাসের ১৫ দিনের বেতনের দাবিতে সাত ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যালিগেন্স গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে গাজীপুরের নবনির্বাচিত সিটি মেয়র জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় আগামী রোববার আগস্ট মাসের ১০ দিনের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। দীর্ঘ সময় অবরোধের কারণে ঈদে ঘরে ফেরা যাত্রীসহ ওই মহাসড়কের চলাচলকারীদের বেশ বিপাকে পড়তে হয়েছে।

কারখানা ফিনিশিং বিভাগের শ্রমিক নাদিম, জাহাঙ্গীর, মোজাহিদুল ও ফিরোজ জানান, জুলাই মাসের বেতন আগস্টের প্রথম সপ্তাহে পেয়ে বাসা ভাড়া, দোকান খরচ ও অন্যান্য জায়গায় খরচ হয়ে গিয়েছে। আর যে পরিমাণ বোনাস দিচ্ছে তা দিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদে খরচ করা সম্ভব নয়। এখন যে তারা ঈদ উপলক্ষ্যে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করবেন ওই পরিমাণ টাকা তাদের হাতে নেই। তাই তারা কারখানা কর্তৃপক্ষকে আগস্ট মাসের ১৫দিনের বেতন পরিশোধের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই বেতন না দেয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্তে অটল থাকে। ফলে তারা আন্দোলনে নামেন।

কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক সাথী আক্তার জানান, চার মাস হলো কারখানার ফিনিশিং বিভাগে চাকরি নিয়েছেন। অল্প দিন চাকরি হওয়ায় ঈদে বোনাস পাবেন না বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তিন সন্তানের জননী সাথী আক্তার ১৫ দিনের বেতন না পেলে কীভাবে সন্তানদের ঈদের পোশাক কিনে দিবেন সে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার সকাল থেকেই নিজেদের দাবি আদায়ের জন্য এই কারখানার কর্মরত কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোতাপাড়া এলাকায় লাঠিসোঠা নিয়ে অবস্থান করে। অবরোধের কবলে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক স্থবির হয়ে পড়ে। এসময় গাজীপুরের সদর উপজেলার সালনা থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী পর্যন্ত ২৩কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

অ্যালিগেন্স গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার বজলুর রহমান জানান, প্রশাসন ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে চলতি মাসের ১০ দিনের বেতন ঈদের আগেই পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়ায় তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, মহাসড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক স্থবির হয়ে পড়ে। এ সময় সড়কের উভয় পাশের ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে কয়েক হাজার লোক।

শিহাব খান/আরএআর/এমএস