নোয়াখালীর সেনবাগে পুলিশি বাধার কারণে নির্ধারিত স্থানের পরিবর্তে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী নিজ গ্রামে পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান। শনিবার তার গ্রামের বাড়ি উপজেলার পরিকোট গ্রামে র্যালি, কেট কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড়ে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পূর্বপ্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে এসে স্থানীয় থানা পুলিশ তাতে বাধা দেয়। ফলে বিএনপি নেতা কাজী মফিজুর রহমান গ্রামের বাড়ির উঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা চলাকালে সেখানেও পুলিশ এসে মাইক ব্যবহার করতে নিষেধ করে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন জানান, ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট চৌরাস্তা মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার বিষয়ে কোনো অনুমতি নেয়া হয়নি। অনুমতি ছাড়া সভা-সমাবেশ করা যায় না।
তবে বিএনপি নেতা কাজী মফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে মৌখিকভাবে সেনবাগ থানার ওসিকে বলা হয়েছিল। সে অনুযায়ী আমরা সব ব্যবস্থা করেছিলাম। তবে রাতে ওসি জানিয়েছেন গাজীরহাট মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা যাবে না। তারপর অল্প সময়ে আমার গ্রামের বাড়ির উঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
এদিকে ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল জাহের জাফর চৌধুরীর সভাপতিত্বে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেট কাটেন ও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন, ভিপি মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ বক্তব্য দেন।
মিজানুর রহমান/আরএআর/আরআইপি